লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। তবে এই স্থলবন্দরে যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
সড়কের বেহাল দশার কারণে ব্যবসায়ী ও যাত্রী, বিশেষ করে আমদানি-রপ্তানিকারক ও পাসপোর্ট যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যান চলাচলে সৃষ্টি হচ্ছে জটিল সমস্যা।
বুড়িমারী স্থলবন্দর এলাকার তিন কিলোমিটার সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হওয়ায় পরিবহন শ্রমিকরা যানবাহন চালাতে ভয় পাচ্ছেন। স্থলবন্দরে যাওয়া-আসার জন্য অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ব্যবহার করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত একমাসে এটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে চালকরা যানবাহন নির্বিঘ্নে চালাতে না পারায় যানজটের সৃষ্টি হলেও তা সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।