সরকারে বাড়ছে অস্বস্তি

যুগান্তর প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৯:২৯

২০০৪ সাল। ক্ষমতায় সাবেক চারদলীয় জোট সরকার। সরকারি একটি ব্যাংকের রাজধানীর রমনা করপোরেট শাখায় বড় অঙ্কের একটি জালিয়াতির ঘটনা ঘটে। এতে ব্যাংকের এক হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় সরকারের প্রভাবশালীদের সহায়তায়। ব্যাংক ফোর্সলোন সৃষ্টি করে দায় শোধ করে। কিন্তু ফোর্সলোনের টাকা আর আদায় হচ্ছে না। পর্যায়ক্রমে সেগুলো খেলাপি হয়। এতে ওই শাখার খেলাপি ঋণ বেড়ে যায় অস্বাভাবিক গতিতে। শাখাটির দুর্নাম ছড়িয়ে পড়ে ব্যাংক পাড়ায়। শাখার তৎকালীন ব্যবস্থাপক পালিয়ে যান বিদেশে। এক বছরের ব্যবধানে ওই ব্যাংকের খেলাপি ঋণ দুই হাজার কোটি টাকা বেড়ে যায়। এতে পুরো ব্যাংকটির দুর্নাম বেড়ে যায়। ব্যাংক প্রভিশন ও মূলধন ঘাটতি বেড়ে যায়। আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে ব্যাংকটি। ঘটনাটি কেন্দ্রীয় ব্যাংককেও নাড়া দেয়। তাদের দুর্বলতা প্রকাশ্য হয়ে ওঠে। এ ঘটনা তখনও সরকারের কাঠামোকে নাড়া দেয়নি।


২০১২ সালে বর্তমান সরকারের প্রথম মেয়াদে একই ব্যাংকে ঘটে বহুল আলোচিত ওই সময়ে সবচেয়ে বড় জালিয়াতি হলমার্ক কেলেংকারি। এ ঘটনার উত্তাপে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ও। তখনো সরকারের কেন্দ্রীয় পর্যায়ে উত্তাপ পৌঁছেনি। এখন ২০২৪ সাল। দেশে নজিরবিহীনভাবে একই সরকারের টানা চতুর্থ মেয়াদ চলছে। সেই ২০০৪ সাল থেকে ইতোমধ্যে কেটে গেছে ২০ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us