রাজস্ব আয়ে বিশাল ঘাটতির মধ্যেও বিপুল কর ছাড়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৮:৩০

কর ছাড় তুলে দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের শর্ত সরকার মেনে নিলেও সেভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি; আগের ধারাবাহিকতায় এবারও বিপুল ছাড়ের সুযোগ থাকছে।


অর্থমন্ত্রী আগামী অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন সেটির তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুধু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বছরের পর বছর দেড় লাখ কোটি টাকার বেশি কর ছাড় দিয়ে আসছে। যদিও কর আদায়ের লক্ষ্যমাত্রাই অর্জন হচ্ছে না। অথচ বাজেট ঘাটতি ছাড়িয়ে গেছে আড়াই লাখ কোটি টাকা।


সরকারের ব্যয় মেটাতে এমন টানাটানির মধ্যে চলতি অর্থবছর শেষে ‘কর ছাড়’ দেড় লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে বলে বাজেট বক্তব্যে বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।



তবে অর্থ মন্ত্রণালয়ের তৈরি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪ এর তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে কর ছাড় এক লাখ ৭৮ হাজার ২৪১ কোটি টাকা হবে। এর সঙ্গে কর ভর্তুকির পরিমাণ যোগ করলে তা দাঁড়াবে দুই লাখ ৮৯ হাজার ২২৮ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us