প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তার পক্ষে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংসদ সদস্য। এর মধ্যে এক সংসদ সদস্য শেয়ারবাজারেও কালোটাকা বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এই অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনা করবেন।