স্বর্ণালংকারের দোকান লুট করতে গিয়েছিল একদল ডাকাত। সংখ্যায় তারা সাতজন। ঘটনাটি চোখে পড়ে পুলিশের এক কর্মকর্তার। সঙ্গে সঙ্গে এগিয়ে যান তিনি। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই ও গোলাগুলি। শেষ পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তার হাতে পরাস্ত হয় ডাকাত দল। ভেস্তে যায় প্রায় চার কোটি রুপির স্বর্ণালংকার ডাকাতির চেষ্টা।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রানিগঞ্জ এলাকায়। সাহসী ওই পুলিশ কর্মকর্তা হলেন উপপরিদর্শক মেঘনাদ মণ্ডল। পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে ব্যক্তিগত কাজে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তিনি। সাদা পোশাকে থাকলেও তাঁর সঙ্গে ছিল পিস্তল। এ সময় তিনি দেখতে পান মুখোশধারী সাত ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে একটি স্বর্ণালংকারের দোকানে ঢুকছে।