দেশে বর্তমানে ৬ লাখের বেশি মানুষ চোখের ছানি রোগে ভুগছে। এর সঙ্গে প্রতিবছর নতুন করে আরও দুই লাখের মতো রোগী যুক্ত হচ্ছে। তবে আশঙ্কার বিষয় হলো এসব রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রামের। সেখানে রোগটি সম্পর্কে মানুষ খুব বেশি সচেতন নয়। কমিউনিটি ক্লিনিক ও ভিশন সেন্টারসহ স্থানীয় পর্যায়ে চিকিৎসার পরিধি বাড়লেও অসচেতনতা ও অবহেলায় চিকিৎসার বাইরে রয়ে গেছেন বহু রোগী।
এ অবস্থায় শতভাগ নিরাময়যোগ্য এই রোগ প্রতিরোধে সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়া ও রোগীর পাশাপাশি পরিবারের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞরা।