ত্বকের লোমকূপ দিয়ে ঘাম বের হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। ঘামে থাকা লবণের জন্য লোমকূপ যদি বন্ধ হয়ে যায়, ঘাম শরীর থেকে বের হতে না পেরে ত্বকে ঘামাচি তৈরি করে, জানালেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ফারজানা রহমান। তিনি জানান, অতিরিক্ত গরমে বড়–ছোট সবারই ঘামাচি হতে পারে।
তাই ঘামাচি হওয়ার আগেই সচেতন থাকতে হবে।