কিউআর কোডের পূর্ণ রূপ হল ‘কুইক রেসপন্স কোড’। এটি একটি ‘মেশিন রিডএবল’ কোড যা সাদা-কালো ছোট ছোট বর্গক্ষেত্র নিয়ে গঠিত হয়।
কিউআর কোড মূলত বারকোডের মতোই কাজ করে। তবে, এদের ফিচারে কিছু পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে, বারকোড কেবল একটি সোজা লাইনেই স্ক্যান করা যায়। অন্যদিকে, একটি স্ক্যানার কিউআর কোডকে (দুই-মাত্রায়) সব দিক থেকে পড়তে পারে। ফলে, কিউআর কোড বারকোডের তুলনায় বেশি ডেটা ধারণ করে।