চার রানের আক্ষেপ! কাল নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসির ‘ডেড বল’-এর নিয়মের মারপ্যাচে ৪ রান পায়নি বাংলাদেশ। ১৭তম ওভারে সেই চারটি পেয়ে গেলে কী হতো, সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। তবে কাজটা যে সহজ হয়ে যেত, তা বলাই যায়। সেই বলটির আগে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩ বলে ২৬ রান।
বাউন্ডারি পেয়ে গেলে বাংলাদেশের দরকার হতো ২২ বলে ২২ রান। শেষ পর্যন্ত সেটা আর হয়নি, বাংলাদেশও হেরেছে ৪ রানে। এমন হারের পর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এ নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল, সঞ্জয় মাঞ্জরেকার ও মরনে মরকেল।