ভারতের কাছে হারের দায় যাদের ঘাড়ে চাপালেন ওয়াসিম-ওয়াকার

যুগান্তর প্রকাশিত: ১০ জুন ২০২৪, ২০:০২

টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ভালো নেই। গত আসরে ফাইনাল খেলেছিলেন তারা। এবার লক্ষ্য শিরোপা ছুঁয়ে দেখার। অথচ যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে প্রথম দুই ম্যাচ হেরে নাজেহাল দলটি। সুপার এইটের পথ এখন বন্ধুর হয়ে উঠেছে তাদের জন্য।


গতকাল রোববার ভারতের বিপক্ষে ১২০ রানের মামুলি লক্ষ্যও তাড়া করতে পারেনি বাবর আজমের দল। ১৪.১ ওভারের মধ্যে ৮০ রান তুলে ফেলা দলটি ব্যাটারদের তড়িঘড়ি ব্যাটিংয়ে ৭ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি।


এমন হারের জন্য পাকিস্তানের দুই ব্যাটারের কাঁধে দোষ চাপিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। স্টার স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ওয়াসিম বলেন, ‘তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে, আমি তাদের কিছু শেখাতে পারব না। রিজওয়ানের ম্যাচের গতিপথ বোঝার সক্ষমতাই নেই। বুমরাকে বল দেওয়া হয়েছে উইকেট তুলে নেওয়ার জন্য, তার আরেকটু সচেতনভাবে খেলা উচিৎ ছিল। কিন্তু রিজওয়ান বড় শট খেলতে গিয়ে উইকেট খুইয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us