‘ধুঁকছে দেশের সিনেমা, কাঁদছে মন, হে কথিত নেতারা, এ আপনাদের কেমন আচরণ! থাকবে শিল্প, থাকবে সংস্কৃতি, জাগবে প্রাণ আবার, ভবিষ্যৎ প্রজন্ম বলবে শুধু, নেতারা ছিল বাটপার!’ চিত্রনায়ক সাইমন সাদিকের ফেসবুক পোস্টে দেওয়া কয়েকটি লাইন। প্রেক্ষাগৃহ বাঁচাতে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও খল চরিত্রের অভিনেতা ডিপজলের সমর্থনের পরিপ্রেক্ষিতে সাইমনের এমন পোস্ট বলে মনে করছেন কেউ কেউ।
এর আগে চিত্রনায়িকা নিপুণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে দেশের প্রেক্ষাগৃহে বিদেশি ছবি প্রদর্শন নিয়ে সৃষ্ট জটিলতায় সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তায় সংগঠন থেকে অব্যাহতি নেন সাইমন।