সৌন্দর্য পুরোটাই নির্ভর করে মুখের দাগহীন ত্বকে। কিন্তু এই দাগহীন ত্বক অনেকটাই অসম্ভব হয়ে ওঠে ব্রণের কারণে। মুখে ব্রণের সমস্যা মূলত সৌন্দর্যের প্রধান শত্রু। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ’য়ের তথ্যানুসারে গড়ে ১০ জনের মধ্যে একজন ত্বকের এ সমস্যায় পড়েন। আসুন জেনে নিই যেসব কারণে হতে পারে ব্রণ—
হরমোনের কারণে যেরকম ব্রণ হয়
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞ ব্রুক জেফি বলেন, দেহে হরমোনের ওঠানামার কারণে ব্রণ ওঠে, যা ব্যথাযুক্ত, গভীর, দানাদার হয়। আর মুখমণ্ডলের নিচে ও গলায় হয়ে থাকে ।
অ্যারিজোনাভিত্তিক এই চিকিৎসক আরও বলেন, উঠতি তরুণ ও নারীদের মাঝে সাধারণত দেখা যায়। বিশেষ করে মাসিক ও গর্ভাবস্থা বা রজঃবন্ধ হলে।