ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। আন্তর্জাতিক মঞ্চে একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই তারকা। তাই তার বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটা অস্বাভাবিক নয়।
সম্প্রতি কপিল শর্মার একটি কমেডি শোয়ে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয় সানিয়াকে।
কপিল জানতে চান, নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন? উত্তরে মজা করে সানিয়া বলেন, ‘আর কোনো অভিনেত্রীর বোন কি বাকি আছে?’ এরই সঙ্গে তিনি বলেন, আমাদের দেশে বহু ভালো অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’