জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম সংসদের স্থায়িত্বকাল ছিল দুই বছরেরও কম সময়। ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক মাসের মাথায় ৭ এপ্রিল প্রথম সংসদের যাত্রা শুরু হয়। কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তিত হওয়ায় সংসদ কার্যত অকার্যকর হয় পড়ে। ফলে সেখানে সংসদীয় বিতর্ক বলে কিছু ছিল না। যদিও প্রথম সংসদের প্রথম দিনেই বেশ বিতর্ক হয়।
প্রসঙ্গত, প্রথম সংসদে কোনো বিরোধী দল ছিল না। কেননা ৩০০ আসনের মধ্যে ২৯৩টিতেই জয় পায় আওয়ামী লীগ। এর বাইরে জাসদ ১টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান।