শাহরুখের সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক বেশ ভালো। অভিনেতাকে মিডিয়া ফ্রেন্ডলি মানুষ হিসেবে সবার জানা। কিন্তু ২০২১ সালে হঠাৎ প্রচারবিমুখ হয়ে যান, মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেন তিনি। তখন জনসমক্ষে তেমন তাঁকে দেখা যেত না। বাইরে এলেও মুখ হয় কিছু দিয়ে ঢেকে রাখতেন, নইলে ছাতা দিয়ে আড়াল করতেন। কিন্তু কেন এমন করেছিলেন শাহরুখ? এত দিনে সামনে এল সেই সত্য।
আলোচিত কর্ডেলিয়া ক্রুজ ড্রাগ মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মূলত এর পর থেকেই সংবাদমাধ্যমকে এড়াতে শুরু করেন বলিউড বাদশাহ। সম্প্রতি ইউটিউব চ্যানেল হিন্দ রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্রসাংবাদিক ভারিন্দার চাওলা। তিনি জানিয়েছেন এই পুরো বিষয়টার নেপথ্যে থাকা আসল কারণ। একই সঙ্গে জানান সেই সময় শাহরুখ তাঁকে ফোন করে কী জানিয়েছিলেন।