গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গতকাল শনিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, এক সময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পেট্রো এক্সে লিখেছেন যে, গাজায় যখন গণহত্যা বন্ধ হবে তখনই ফের কয়লা রপ্তানি শুরু হবে। পেট্রো একটি খসড়া ডিক্রিও পোস্ট করে বলেছেন যে, ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের যে আদেশ সম্প্রতি দিয়েছে আন্তর্জাতিক আদালত সেটা যদি নেতানিয়াহু সরকার মেনে নেয় কেবল তখনই আবার শুরু হবে কয়লা রপ্তানি।