বিনিয়োগের উপযোগী কোনো নির্দেশনা বাজেটে নেই

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১২:৩৭

প্রতিবারেই বাজেট নিয়ে ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা থাকে। আবার সরকারকেও বাস্তবতা বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করতে হয়। এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো—উচ্চ মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসা, কর্মসংস্থান বাড়ানো ও ব্যবসার খরচ কমানো। 


কিন্তু ঘোষিত বাজেটে এসব বিষয়ে তেমন কোনো দিকনির্দেশনা দেখা গেল না। উল্টো কালোটাকা মাত্র ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ দেওয়া হলো। অথচ আমরা ব্যবসা করে যে মুনাফা পাই, তার বিপরীতে এর চেয়ে বেশি টাকা কর দিতে হয়। কালোটাকার মালিকদের কোনো যুক্তিতেই সুযোগ দেওয়া ঠিক নয়। 


এখন করহার কমিয়ে করের আওতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করে কর আদায় করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। একজনকে ধরার জন্য ৯৯ জন ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না। আমরা যে অগ্রিম কর দিয়ে আসছি, সেটা সময়মতো ফেরত পাওয়া যাচ্ছে না। আবার সমন্বয়ও করা যাচ্ছে না। বিশেষ করে ভালো ব্যবসায়ীরা এই সমস্যায় সবচেয়ে বেশি পড়ছেন। তবে বাজেটে লজিস্টিক খাত নিয়ে কিছু ঘোষণা আছে, যেটা ভালো উদ্যোগ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us