যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কোনোভাবেই ছাত্রলীগের লাগাম টানা যাচ্ছে না। একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে তারা। গত দেড় বছরে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও চাকরির জন্য পরীক্ষা দিতে আসা অনেককে নির্যাতন ও নাজেহাল হতে হয়েছে। প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকেরাও তাঁদের টার্গেটে পরিণত হয়েছেন।
এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল তদন্ত কমিটি করেই দায় সেরেছে। ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছাত্রলীগ। তাদের নিয়ে অসহায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; যা প্রকাশ পেয়েছে তাঁর কথায়।
ছাত্রলীগের লাগাম টানা যাচ্ছে না কেন—এমন প্রশ্নে উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শিক্ষকেরা লাগাম টানতে পারব না। সেটা সম্ভবও না। কারণ, এটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। ছাত্ররাজনীতি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করে দিচ্ছে—এটা রাজনীতিবিদদের বুঝতে হবে।’