স্মার্ট টেবিলে চার্জ হবে ফোন, শোনা যাবে গান, তৈরি হবে চা-কফি

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ২০:২৪

ওয়ালটন তৈরি করেছে স্মার্ট টেবিল। এই টেবিলে চা-কফি যেমন তৈরি করা যাবে, তেমনি টেবিলে স্মার্টফোন রাখলেই সেটি চার্জ হতে থাকবে। আবার পানি বা কোমল পানীয় ঠান্ডা করার ব্যবস্থাও রয়েছে এই টেবিলে। এ জন্য আছে দুটি কুলার ড্রয়ার। টেবিলটিতে রয়েছে ইউএসবি পোর্টসহ নানা রকম প্রযুক্তিগত সুবিধা।



রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে প্রথম আলো ডটকমের আয়োজনে দুই দিনের রেফ্রিজারেটর মেলায় দেখা গেল ওয়ালটনের এই স্মার্ট টেবিল। গতকাল শুক্রবার মেলার উদ্বোধনী দিনে গিয়ে দেখা হয় মিরপুরের নাজিয়া হাসানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসেছিলাম ফ্রিজ দেখতে, কিন্তু টেবিলটি ভালো লেগেছে, যদিও তারা এটা এখন বিক্রি করছে না। বিক্রি করলে হয়তো নিয়ে যেতাম। টেবিলের মধ্যেও ফ্রিজ রয়েছে, এই প্রযুক্তি চমৎকার লেগেছে। এক টেবিলে গানও শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন হোম থিয়েটার।’




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us