পাশাপাশি বিদ্যা সিনহা মিম ও পরীমণি। পরস্পরের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তাঁদের পাশাপাশি দেখে সবাই অবাক। কারণ পরীর প্রাক্তন স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা সবার জানা। গতকাল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে দেখা যায় মিম ও পরীমণিকে। তাঁদের গলাগলি দেখে সবার মনে প্রশ্ন, তবে কি দ্বন্দ্ব মিটল এ দুই নায়িকার?
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মিম। তিনি জানিয়েছেন, অতীতের সেই সব ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি। মিম বলেন, ‘দুই বছর আগে পরীমণি একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘‘এই, তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’’