কর্নাটক বিজেপির দায়ের করা একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার তাকে জামিন দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনে অভিযোগ করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্ণাটকের বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। ওই বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিজেপির এমপি এস কেশব প্রসাদ।