পেলে, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো, রোনালদিনিও, কাকা, নেইমার—ব্রাজিলের বর্ণাঢ্য ফুটবল ইতিহাসের গল্প শোনাতে বসলে এই নামগুলো অবধারিতভাবেই আসবে। তবে ব্রাজিলের কিংবদন্তি হওয়ার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরও একটি মিল আছে।
এঁরা সবাই বিভিন্ন সময় ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগোও। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলবেন।