প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক বছর হলেও এখনো পরীক্ষা গ্রহণের কোনো পদক্ষেপ নেই। চারটি মামলার কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জটিলতার দ্রুত সমাধানের সম্ভাবনাও কম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। উপজেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে উচ্চমান সহকারী পদের কর্মকর্তারা এটিইও পদে বিভাগীয় প্রার্থীর সুবিধা চেয়ে একটি মামলা করেছেন। এ মামলায় হাইকোর্ট নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন। অপর তিনটি মামলা করেছেন ২০১৫ সালের এটিইও নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উন্মুক্ত প্রার্থীরা রয়েছেন, তাঁরা পদ সংরক্ষণ চেয়ে মামলা করেছেন।