মাইক্রোসফটের ‘রিকল’ সুবিধা ব্যবহারকারীদের নিরাপত্তা হুমকিতে ফেলবে

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১৫:৪২

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত ‘কোপাইলট প্লাস পিসি’ ল্যাপটপ এবং ‘রিকল’ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ১৮ জুন থেকে মাইক্রোসফটের ‘কোপাইলট প্লাস পিসি’ ল্যাপটপগুলোয় এআই প্রযুক্তিনির্ভর রিকল সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এআই চ্যাটবট যুক্ত থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ল্যাপটপগুলোয় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করা গেলেও রিকল সুবিধাটি ব্যবহারকারীদের নিরাপত্তা হুমকিতে ফেলবে বলে দাবি করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।


মাইক্রোসফট নিজেদের রিকল সুবিধাকে নিরাপদ ও এনক্রিপ্টেড বলে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেভিন বিউমন্ট জানিয়েছেন, রিকল কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নিয়ে থাকে। এরপর স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে। ফলে সাইবার অপরাধীদের পাশাপাশি যেকোনো ব্যক্তি চাইলেই অন্যদের ল্যাপটপ ব্যবহারের সব ইতিহাস জানতে পারবেন। শুধু তা–ই নয়, রিকলের সংরক্ষণ করা তথ্য জানতে ম্যালওয়্যার হামলাও হতে পারে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us