সম্প্রতি বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা তাঁর পার্টনারের সঙ্গে হাজির হয়েছিলেন এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে তিনি যে ড্রেস পরেছিলেন, তা দেখে মনে হয়েছে বেবিবাম্প আড়াল করছেন তিনি, এমনটাই দাবি করা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই জল্পনা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই আবার এ নিয়ে করেছেন ট্রল। যদিও লেডি গাগা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, প্রেগন্যান্ট নন তিনি। এবার লেডি গাগার পাশে দাঁড়ালেন টেলর সুইফট। পাশাপাশি সবার সামনে তুলে ধরেছেন এক গুরুত্বপূর্ণ ইস্যু। সুইফটের সাফ কথা, ‘শারীরিক পরিবর্তন ঘিরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কোনো নারীর।’
ইনস্টাগ্রাম আর টিকটকে লেডি গাগা লিখেছেন, ‘নট প্রেগন্যান্ট—জাস্ট ডাউন ব্যাড ক্রাইং অ্যাট দ্য জিম।’ আর তাঁর এই স্টেটমেন্টে থাকা ‘ডাউন ব্যাড’ শব্দ দুটো অনেকেরই নজরে পড়ে। টেলর সুইফট কিছুদিন আগে তাঁর যে অ্যালবাম রিলিজ করেছেন, সেখানে থাকা এই নামের গানটি সুপারহিট হয়েছে। লেডি গাগা নিজের কথা উল্লেখ করেছেন কি না, তা নিয়ে কোনো কথা খরচ না করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন টেলর সুইফট।