ভারতে ২০১৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা খুব মনে পড়ে। সেবার মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপও চলছিল একই সঙ্গে। বেঙ্গালুরুর সেই ম্যাচটা কোনো দিন ভুলব না। গ্রুপ পর্বের সেই ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে হেরে গেল।
আমরা সবাই হোটেলে বসে খেলাটা দেখছিলাম। রোমাঞ্চকর সেই অনুভূতি। বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে ভারতকে হারাবে, সেই স্বপ্ন নিয়েই খেলা দেখছিলাম। প্রায় জিতেই তো গিয়েছিল। ওই ম্যাচটা যে বাংলাদেশ হেরে যাবে, সেটি ছিল অবিশ্বাস্য ঘটনা। খুব দুঃখ পেয়েছিলাম। মনে আছে, মুশফিক ভাই, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হয়ে যাওয়ার পর শেষ বলে শুভাগতদাও আউট হয়ে গেেলন। স্তব্ধ হয়ে বসে ছিলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। শুধু আমি কেন, দেশের কোনো খেলাপ্রেমীই বোধ হয়, সেই ম্যাচটার কথা কোনো দিন ভুলতে পারবেন না। ওই দিনটার কথা মনে হলে, ওই ম্যাচটার কথা মনে হলে আমার এখনো মন খারাপ হয়। ভাগ্য আমাদের পক্ষে থাকলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকের সামনে বাংলাদেশ দল উল্লাসে মেতে উঠতেই পারত।