তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ তিন বছর বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথ্যপ্রযুক্তি খাতের সব উদ্যোক্তার পক্ষ থেকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের দাবি অনুযায়ী কর অব্যাহতির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলে তা দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশ-বিদেশে সক্ষমতা অর্জনে আরও বেশি সহায়তা করত।
এখানে বলে রাখা প্রয়োজন, এই কর অব্যাহতি শুধু তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখবে তা নয়, বরং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যাংকিং ব্যবস্থা, রপ্তানিমুখী শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। ফলে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং জ্ঞানভিত্তিক ক্যাশলেস অর্থনীতির বিভিন্ন খাতে প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবনের নতুন জোয়ার তৈরি হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রযুক্তিগত উন্নয়নগুলোর সম্মিলিত অবদান খুবই গুরুত্বপূর্ণ। তাই এই খাতের কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা না হলে সব খাতের উন্নয়ন ব্যাহত হতো, যা ‘রূপকল্প ২০৪১’ বা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অন্তরায় হয়ে দাঁড়াত।