২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেটকে বানরের পিঠা বণ্টন বলে মন্তব্য করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জিডিপি বৃদ্ধি শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। প্রতিরক্ষা খাত, কৃষি খাত, যুব খাত ইত্যাদি খাতের মতো শ্রমিকদের আলাদাভাবে কোনো খাত রাখা হয়নি। জিডিপিতে যাদের অবদান সবচেয়ে বেশি সেই শ্রমিকদের জন্য বাজেট শূন্য।