মাত্রই একটি পোস্টে চোখ পড়ল। ‘আর উই ডেটিং দ্য সেম পারসন’ নামে ফেসবুক গ্রুপে একজন নাম প্রকাশ না করে নিজের একটি অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন। তাঁর ভাষাতেই সেটি তুলে ধরা হলো:
‘আমি শুধু আপনাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর আমার প্রেমিক কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে চলে যায়। আমি সেই সময় সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। মূলত সময় কাটানোর জন্যই টিন্ডারে (ডেটিং অ্যাপ) অ্যাকাউন্ট খুললাম। দ্বিতীয় ম্যাচেই আমি একজনকে খুঁজে পেলাম। সে তার মা–বাবার সঙ্গে অন্য একটা দেশে থাকে। ফলে আমরা অনলাইনে চ্যাটিং, ডেটিং শুরু করলাম। তারপর সত্যি সত্যি বিষয়টা ঘটে গেল। সে আমার কথা তার পরিবারকে জানাল। তার পরিবার আমার বিষয়ে খোঁজখবর নিয়ে সম্মতি জানাল। আমিও আমার পরিবারকে তার কথা জানালাম। ওরা দেশে এল। আমরা বিয়ে করলাম। কখনো ভাবিনি, ডেটিং অ্যাপের মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে পাব। আমরা খুব ভালো আছি। আমার মনে হয়, আমি জীবনে কখনোই এতটা খুশি ছিলাম না।’
অনেকেই এ পোস্টের নিচে এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন।