মার্কিনদের পক্ষে আগের মতো খরচ করা আর সম্ভব হচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ নীতি সুদহারের প্রভাব তাদের জীবনে পড়তে শুরু করেছে।
সিএনএন জানিয়েছে, কোভিড-১৯ মহামারির সময় সরকারের দেওয়া প্রণোদনার জেরে মার্কিন ভোক্তারা এত দিন উচ্চ মূল্যস্ফীতি সামাল দিয়েছেন। সেই সঞ্চয় ফুরিয়ে আসছে। ফলে নাগরিকদের ঋণ বৃদ্ধির পাশাপাশি ঋণ খেলাপ করার হারও বেড়েছে।
দোকানিরা বলছেন, জিনিসপত্রের উচ্চ মূল্য দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে কেনাকাটার ধরন বদলে ফেলছে। জিডিপি প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি মানুষের ভোগ ব্যয়, কিন্তু মার্কিনদের এই ভোগ ব্যয় করার প্রবণতা নানা দিক থেকে প্রতিবন্ধকতার মুখে পড়ছে।