চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে সেটি স্পষ্ট করে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানালেন, তিনি দ্রাবিড়কে থাকতে অনুরোধ করেছিলেন অনেকবার। কোচ রাজি হননি। দ্রাবিড় বিদায় নিতে চলায় বেশ আবেগপ্রবণ ভারতের অধিনায়ক।
রোহিত বলছেন, ‘আমি তাকে (দ্রাবিড়) থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলাম। তবে তারও অনেক বিষয় রয়েছে যেগুলোর খেয়াল রাখতে হবে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে সময়টা উপভোগ করেছি। আমি নিশ্চিত, বাকিরাও একই কথা বলবে। দারুণ লেগেছে তার সঙ্গে কাজ করে।’ দ্রাবিড়কে কোনো বিদায় সংবর্ধনা দেওয়া হবে কি না, সে প্রসঙ্গে রোহিতের উত্তর, ‘এখন এ বিষয়ে কিছু বলতে চাই না।’