ভোটারদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন একজন ভোটার কেন্দ্রের কক্ষে উপস্থিত হন, তখন ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজন উচ্চ কণ্ঠে বলে ওঠেন, ‘এই ভোটার আইছে, ভোটার আইছে।’ আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনে সরারচর এলাকার আশিনল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে এমন ঘটনা ঘটে।
সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ধুলিরচর এলাকার ভোটার মো. রুমান। তিনি বলেন, ‘ভোটকক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাকে দেখে চিৎকার করে ওঠেন, আর বলেন, “এই ভোটার আইছে, এই ভোটার আইছে।” মনে হচ্ছে, সবাই যেন দীর্ঘ সময় ধরে আমার জন্যই অপেক্ষা করছিলেন। সে জন্যই আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা আমাকে এভাবে ওয়েলকাম জানান।’