অতিথিকে আপ্যায়িত করার জন্য বসার ঘরের বিকল্প নেই। অনেক বাড়িতেই দুটি বসার ঘর থাকে। একটি পারিবারিক, অন্যটি বাইরের অতিথিদের বসার জন্য। পারিবারিক বসার ঘরে পরিবারের সবাই অবসরে বসে টিভি দেখে, বই পড়ে, গান শোনে বা বিশ্রামের জন্য কিছুটা সময় কাটায়। কিন্তু সব বাসায় এমনটা সম্ভব না–ও হতে পারে। এখনকার শহুরে বাসাগুলোয় জায়গা ভীষণ কম।
বাড়িতে একটি বসার ঘর থাকলে সেটা কীভাবে সাজাবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান ডেপথ ওয়ার্কসের প্রধান স্থপতি ও ডিজাইনার রওনক উল জিসান।