যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলেনি বাবর আজমরা। সেক্ষেত্রে কম্বিনেশন সাজাতে কিছুটা হলেও বেগ পেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। ডালাসে এর আগে কোনো ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই পাকিস্তানের ক্রিকেটারদের। এমন আবহে চোখ রাখা যাক, কালকের ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশে।
ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দেখা যেতে বাবর আজমকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে এই জুটিতে ৫৯ রান পায় পাকিস্তান। তিনে খেলতে পারেন উসমান খান। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে তিনে নেমে উসমান খেলেন ২১ বলে ৩৮ রানের ইনিংস। চারে যথারীতি থাকবে ফখর জামান।