পাঁচ বছরে পাঁচজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব নিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এর মধ্যে একজনের মেয়াদ ছিল মাত্র পাঁচ মাস। বিমানের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হয়ে কোনো কিছু বোঝার আগেই বেজে যায় বিদায়ঘণ্টা! স্বল্প সময়ের এমন অতিথি দিয়ে আদৌ কি একটি প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব?
সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বয়স ৫২ বছর হলেও এখানে ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব’ পরিলক্ষিত হচ্ছে। কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে ৩০ হাজার কোটি টাকা মূল্যমানের প্রতিষ্ঠানটি। এর পেছনের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে বিমানের ‘ব’ বোঝার আগেই এর শীর্ষ পদ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মো. জাহিদুল ইসলাম ভুঞা। গত ৩০ মে তিনি নিয়োগ পেয়েছেন।