এআই দিয়ে তৈরি সিনেমা দেখানো হবে চলচ্চিত্র উৎসবে

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ২০:৩২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সহজেই লিখিত প্রম্পট থেকে পছন্দের ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। কেউ আবার আকারে বড় ভিডিও তৈরির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও নির্মাণ করছেন। এবার এআইয়ের মাধ্যমে তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাওয়া এ উৎসব চলবে ১৬ তারিখ পর্যন্ত। ট্রিবেকা চলচ্চিত্র উৎসব আয়োজকদের তথ্যমতে, উৎসবে প্রচলিত সিনেমার পাশাপাশি শুধু ওপেনএআইয়ের ‘সোরা’ এআই মডেল ব্যবহার করে তৈরি সিনেমাগুলো দেখানো হবে।

ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে এআই দিয়ে তৈরি সিনেমা বিভাগের নাম রাখা হয়েছে ‘সোরা শর্টস’। উৎসবে দেখানোর জন্য এরই মধ্যে পাঁচ চলচ্চিত্র নির্মাতার তৈরি সিনেমা নির্বাচন করা হয়েছে। নতুন এ উদ্যোগের ফলে এআই দিয়ে তৈরি সিনেমা দেখার পাশাপাশি সোরা এআই মডেলের কার্যকারিতা দর্শকেরা জানতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us