৫০ কোটি বছর আগের বড় বিলুপ্তির সঙ্গে যোগসূত্র রয়েছে পর্বত গঠনের– এমন তথ্যই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
৫০ কোটিরও বেশি বছর আগে ক্যামব্রিয়ান বিস্ফোরণের সময় পৃথিবীতে প্রাণ বৈচিত্র্য নতুন করে গতি পেয়েছিল। ওই সময়েই বিভিন্ন টেকটোনিক প্লেটের মধ্যে সংঘর্ষ ঘটার ফলে পর্বত গঠিত হয় এবং এটি নানারকম ঘটনার জন্যও উদ্দিপক হিসাবে কাজ করেছে, ফলে পৃথিবীতে অনেক বিলুপ্তির ঘটনাও ঘটেছে।
পর্বত গঠনের এই সময়ের কারণে পৃথিবীর পৃষ্ঠে ম্যাগমা বেড়ে গিয়েছে, যার ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস জমা হয়েছে এবং এসবের ফলে দ্রুতগতিতে তখন জলবায়ু পরিবর্তন ঘটেছে।