মে মাসের শুরুতে আবুধাবিতে ইতিহাস গড়ে ফেলেছে স্কটল্যান্ড। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে তারা, সামনের অক্টোবরে বাংলাদেশে আসবে দলটি। এতটুকু পড়ে একটু ধোঁয়াশায় পড়ে যেতে পারেন। সেটি দূর করে দিই। বলা হচ্ছিল স্কটল্যান্ড নারী দলের কথা।
পুরুষ দল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটামুটি নিয়মিত। প্রথম দুই আসরে খেলা দলটি বিশ্বকাপে ফেরে ২০১৬ সালে। এবার হতে যাচ্ছে স্কটিশ পুরুষ দলের টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ।