সাদ বিন জাফর—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র বোলার, যিনি ৪ ওভার বল করে ৪টিই মেডেন নিয়েছেন। ২০২১ সালে পানামার বিপক্ষে সাদের স্পেলটি ছিল এমন—৪-৪-০-২। অবিশ্বাস্য এই রেকর্ডের মালিক সাদের নেতৃত্বেই নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে কানাডা।
বহুজাতিক কানাডার বিশ্বকাপ দলকে ‘বুড়ো’দের দলও বলা যেতে পারে। ১৫ সদস্যের এই দলে অলরাউন্ডার নিকোলাস কার্টন, দিলপ্রীত বাজওয়া ও হর্শ ঠাকুর ছাড়া সবার বয়সই ৩০–এর বেশি। আর তাঁরাই দলের মূল শক্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে কানাডার সর্বোচ্চ রান সংগ্রাহক (৮৭০) নবনীত সিং ঢালিওয়াল, যাঁর বয়স ৩৬ ছুঁইছুঁই। গত এক বছরে টি-টোয়েন্টিতে কানাডার হয়ে সবচেয়ে বেশি রান করা অ্যারন জনসনের বয়সও ৩৩। বোলিংয়েও একই চিত্র। টি-টোয়েন্টিতে কানাডার সর্বোচ্চ ৪৩টি উইকেট নেওয়া অধিনায়ক সাদের বয়সও ৩৭–এর বেশি। সর্বশেষ এক বছরে ৫ ইনিংসে ১৫ উইকেট নেওয়া একসময় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা পেসার কালিম সানার বয়সও ৩০–এর ওপারে। বিশ্বকাপ দলে তাঁর সঙ্গী দুই পেসার জেমি গর্ডনের বয়স ৩৭–এর বেশি, ডিলন হেইলিগারও পেরিয়ে গেছেন ৩৪।...আরও