হাতের মুঠোয় ধরা এই সময়ের স্মার্টফোনের তথ্য ধারণক্ষমতা কত? উত্তরটা দিতে হয় গিগাবাইটে বা জিবিতে। সেটাও ৬৪, ১২৮, ২৫৬ বা তারও বেশি পরিমাণ। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের তথ্য ধারণক্ষমতা বা স্টোরেজ তো ১ টেরাবাইট ছাড়িয়েছে সেই কবে! অথচ একটা সময় ১ গিগাবাইটের হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) ছিল বহুল প্রতীক্ষিত। তাই তো ঢাকা শহরে প্রথম যখন ১ গিগাবাইটের হার্ডডিস্ক নিজের হাতে নিয়ে দেখলাম, তখন বিস্মিত ও রোমাঞ্চিত হয়েছিলাম।
১৯৯৬ সালের দ্বিতীয়ার্ধের কোনো এক সময়। আমি তখন ইন্দিরা রোডের কম্পিউটার বিপণন প্রতিষ্ঠান দ্য হার্ডওয়্যারের টেকনিশিয়ান হিসেবে কাজ করি, পড়াশোনার পাশাপাশি। যন্ত্রাংশ সংযোজন করে গোটা একটা কম্পিউটার তৈরি, সফটওয়্যার ইনস্টল, যন্ত্রে কোনো সমস্যা দেখা গেলে সেটার সমাধান (ট্রাবলশুটিং) করা আমাদের কাজ। এত দিন পর সঠিক তারিখ মনে নেই, তবে জুলাই বা আগস্টের কোনো এক দিনের বিকেল হবে। দ্য হার্ডওয়্যারের পরিচালক মাহবুবুল আলম বললেন, ‘পল্লব, ১ গিগাবাইটের হার্ডডিস্ক নাকি এসেছে। সমীর দার অফিসে গিয়ে নিয়ে আসো একটা।’ আমি তো বিস্মিত। ‘১ গিগার হার্ডডিস্ক!’ তখন ৩৪০, ৫২০ মেগাবাইটের হার্ডডিস্কই আমাদের কাছে বিশাল।