দেশে দিনে দিনে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বের হতে হলে আমাদের সতর্ক না হলে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভাব। নিজেকে একটু প্রশ্ন করুন তো, দিনের কতটা সময় আপনি পার্টনারের সঙ্গে কাটান। এখনই উত্তর দিতে না পারলেও সমস্যা নেই, সময় নিয়ে চিন্তা করুন। শুধু একটু ভাবুন, আপনার প্রচেষ্টার অভাবেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ছে কিনা। এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। আর এই দূরত্ব কমাতে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে।
যেকোনো সম্পর্কই শুরুর দিক থাকে বেশ মিষ্টি-মধুর। ঘাটতি হয় না রোম্যান্সেরও। ভালোবাসা আর এই খুনসুটির মধ্যে দিয়েই বয়স বাড়ে সম্পর্কের। একটা সম্পর্ক গড়ে তোলা যতটা সহজ, সেটি টিকিয়ে রাখা ততটাই কঠিন। কারণে অকারণে চলে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য। নানা টানাপোড়নে ছিটকে যায় দুটি মন। তাই সময় থাকতে মজবুত করে নিন দাম্পত্য বা ভালোবাসার সম্পর্ক। তার জন্য করতে হবে মাত্র কয়েকটি প্রশ্ন। উত্তর মিলে গেলেই অটুট থাকবে ভালোবাসা সারাজীবন।
সঙ্কোচ কাটিয়ে নিজের বিষয় জানান
প্রশ্ন-উত্তরের মাধ্যমেই অনেক ভুল বোঝাবুঝি মিটে যায়। তাই মন খুলে প্রশ্ন করুন। পরের প্রশ্নটি করতে পারেন, তোমার এমন কোনও দিক রয়েছে যা আমি বুঝতে চাই না বা বুঝতে পারি না? এই প্রশ্ন করলে পার্টনার সঙ্কোচ কাটিয়ে নিজেই হয়তো কিছু শেয়ার করার জায়গা পাবে। প্রতিটি সম্পর্কে এই জায়গা পাওয়া খুব জরুরি।
সম্পর্কের অসন্তষ্টির কথা জানুন
যদি মনে হয় ভুল দিকে মোড় নিয়েছে আপনার সম্পর্ক? তাহলে এই প্রশ্নটি করতেই পারেন। তাঁকে জিজ্ঞাসা করুন, ‘আমাদের সম্পর্কের কোন বিষয় নিয়ে তুমি অসন্তুষ্ট?’ এই উত্তরটি কিন্তু বেশ মনোযোগ দিয়ে শুনতে হবে। তা না হলে, অনেক কিছু অস্বাভাবিক লাগব। ভবিষ্যতে সেই সমস্যা কাটানোর জন্য একসঙ্গে পদক্ষেপ নিন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।