বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কলকাতায় শাহীন ও আনারের সোনা চোরাচালান, হুন্ডি এমনতরো যৌথ ব্যবসার কারবার রয়েছে। কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামে জার্মান শেফার্ড কুকুরের প্রহরার শাহীনের আলিশান বাংলোবাড়ির অন্যতম ভিআইপি অতিথি ছিলেন আনার। সেখানে অবৈধ কারবারের পরিকল্পনা ও লেনদেন জমিয়ে তুলতে মদের আসর আর জলসার আয়োজন হতো। নায়িকা-গায়িকার উদ্দাম নৃত্যে টাকার বান্ডিল উড়ত। শাহীনের বাংলোবাড়ির জব্দ করা সিসিটিভি ফুটেজে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিয়মিত যাতায়াতের প্রমাণ মিলেছে। কলকাতায় শাহীনের রক্ষিতা সিলেস্তি রহমানের আহ্বানে সাড়া দিতে এমপি আনার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে যান। ফ্ল্যাটটি শাহীনের ভাড়া করা। সেখানে আবার কালোবাজারির সোনা লেনদেনের আলাপ হওয়ার কথা ছিল। পথে এক লাল গাড়িতে খুন বাস্তবায়নের দায়ে অভিযুক্ত শিমুল ভূইয়া তাকে রিসিভ করেন। তিনি নিঃসংশয়ে শিমুলের গাড়িতে গিয়ে ওঠেন। এসব ঘটনায় আগে থেকে এদের পরস্পরের সম্পর্কের রসায়ন বোঝা যায়।
আনারকে বীভৎস, নারকীয় কায়দায় খুন করা হয়েছে বলে খবর পরিবেশিত হচ্ছে। এতে পাঠকের মনে হবে তাকে বুঝিবা খুব যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। ঘটনা কিন্তু তা নয়। তাকে মারা হয়েছে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করার পর মুখে বালিশ চাপা দিয়ে। কাজেই মরার সময় তার কোনো সেন্স ছিল না। এরপর কসাই মৃত প্রাণী প্রসেস করার ক্ষেত্রে যা করে, লাশ গায়েব করতে জিহাদ সেই কাজটাই করেছে।
হুন্ডি ব্যবসা, খুন-খারাবি, সোনা চোরাচালানসহ আরও নানাবিধ অপকর্মের দায়ে আনারের বিরুদ্ধে ২১টি মামলা ছিল। আর ৩টি হত্যা মামলাসহ শিমুলের নামে ডজনখানেক মামলা রয়েছে। তবে এ দুজনার নামে বিস্তর মামলা থাকলেও শাহীনের নামে কোনো মামলার কথা জানা যায় না। মার্কিন পাসপোর্টধারী আন্ডারওয়ার্ল্ডের কারবারি শাহীন দেশ-বিদেশ করে বেড়িয়েছে। ‘ধরি মাছ না ছুঁই পানি’ কায়দায় চলেছে।
আন্ডারওয়ার্ল্ডের এ তিনজন ব্যক্তির উত্থানের কাহিনি আলাদা রকম। আনার বরাবর সরকারি দল করতে চেয়েছে। কারণ সে জানত, সে যে ধরনের কায়কারবারে লিপ্ত, তাতে সরকারি দলের আশ্রয়-প্রশয় এবং পুলিশ-প্রশাসনের সহযোগিতা ছাড়া টিকে থাকা সম্ভব নয়। কলেজ জীবনেই সরকারি দল জাতীয় পার্টিতে যোগ দিয়েছে। সে সময় সাইকেলে কালোবাজারির মাল টানাও শুরু করেছে। তখন এপার থেকে প্রকাশ্যেই জাপানি ভিসিপি ওপারে যেত। আর ওপার থেকে ফেনসিডিল আসত। সাইকেল থেকে মোটরসাইকেলে প্রমোশন পেতে এবং দলবলের বহর বাড়াতে আনারের বেশি সময় লাগেনি। বিএনপি ক্ষমতায় এলে আনার বিএনপিতে যোগ দিয়েছে। ১৯৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগে যোগ দিয়েছে। ইতোমধ্যে অপরাধের বিস্তৃতি ঘটিয়েছে। বিভিন্ন সময়পর্বের অস্ত্র ও বিস্ফোরক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, চরমপন্থিদের আশ্রয়-প্রশয় দেওয়ার মামলা সেই তথ্যই হাজির করে। ২০০১ সালে ক্ষমতার পালাবদল ঘটে, বিএনপি ক্ষমতায় এলে তার পক্ষে সরকারি দল করা সম্ভব হয়নি। কারণ ওই দল থেকে মাত্র কয়েক বছর আগে বেরিয়ে আসায় চিহ্নিত হয়েছিল সে। এ সময় তার মামলাগুলো গতি পেয়েছে। অগত্যা গ্রেফতার এড়াতে ভারতে পালিয়েছে। বিপদ কেটেছে তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার পর। এতদিনে নির্যাতিত আওয়ামী নেতার তকমা মিলেছে। খোঁজ নিলে দেখা যাবে ভারতে থাকাকালে কোনো কালোবাজারি কিংবা বন্ধু শাহীনের কোনো ফ্ল্যাটেই হয়তো সে অবস্থান করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার মামালাগুলো একে একে খারিজ হয়ে গেছে। এমনকি ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামির তালিকায়ও নাম থাকেনি। এলাকাবাসী তার খুঁটির জোরের বার্তা পেয়েছে। বুঝে গেছে তাকে সমঝে চলতে হবে।
শিমুল ভূইয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। ডিবিপ্রধানের ভাষায়-গলাকাটা পার্টির নেতা। প্রতিপক্ষ সরদার পরিবারের উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছে। দীর্ঘ সময় জেল খেটেছে। একাধিক খুন করার পরও জেল থেকে ফিরে আসায় এলাকায় ভয়-সমীহমিশ্রিত ভাবমূর্তি তৈরি হয় তার। তখন তার নামে চাঁদাবজি চলতে অসুবিধা হয়নি।