একচল্লিশ বছর ধরে চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানে কাজ করছেন জেসমিন আক্তার। কুমিল্লায় জন্মগ্রহণকারী এই নারীর বিয়ে হয় ১৬ বছর বয়সে, তারপর স্বামীর সঙ্গে এসে এই বাগানে যোগ দেন পাতা তোলার কাজে।
জেসমিনের বয়স এখন ৫৭ বছর, তিনি প্রতি ঘণ্টায় ৪৮ কেজির মতো চা পাতা তুলতে পারেন। গত এক বছরে তিনি পাতা তুলেছেন ২৫ হাজার ২১৭ কেজি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ বছর ‘জাতীয় চা পুরস্কার’ পাচ্ছেন।
সারাদেশে সর্বোচ্চ চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে জেসমিন বাংলাদেশ চা বোর্ডের এই পুরস্কার পাবেন। মঙ্গলবার ঢাকায় জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।