স্পেসএক্স ‘দেরি করায়’ চাঁদেই যাবেন না জাপানি ধনকুবের?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ২১:০৮

এক সময় স্পেসএক্স-এর স্টারশিপে আট জন শিল্পীকে নিয়ে চাঁদের চারপাশ ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া, তবে সেটি আর হচ্ছে না।


স্টারশিপের চলমান নির্মাণকাজ ও এর ফ্লাইট এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হওয়াকে এ পরিকল্পনা বাতিল করার কারণ হিসেবে উল্লেখ করেছেন মায়েজাওয়া।


শুক্রবার ‘ডিয়ারমুন’ নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে এ খবরটি প্রকাশ পায়। পরবর্তীতে এ ধনকুবের নিজেও বিষয়টিিএক পোস্টে নিশ্চিত করেছেন। মায়েজাওয়া বলেন, ২০১৮ সালে তার স্বাক্ষর করা চুক্তিতে উল্লেখ ছিল, তিনি ২০২৩ সালে মহাকাশে যেতে পারবেন। তবে, ‘স্টারশিপের উৎক্ষেপণ কবে নাগাদ হতে পারে, সে বিষয়টিই এখনও অনিশ্চিত’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us