বন্ধু বা অতি পরিচিতজনদের কাছে প্রায় সবাই কোনো না কোনো বিশেষ নামে পরিচিত। ক্রিকেটরাও এর ব্যতিক্রম নয়। খেলা চলাকালে বা মাঠের বাইরে ক্রিকেট আলোচনায় অনেক সময়ই জানা যায় ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন নাম। যা নিয়ে পরে তৈরি হয় হাস্যরস।
এই যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ডালাসে অনুশীলনের সময় পাকিস্তান অধিনায়ক বাবার আজম তার সতীর্থ আজম খানকে ডেকে বসলেন ‘গাইন্দা’ নামে। আর তাতেই হচ্ছে হাস্যরস। অনেকে তো আবার বিষয়টিকে বডি শেমিংয়ের মতো গুরুতর অপরাধের চোখেও দেখছেন।