২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দেশের সাধারণ মানুষের স্বার্থের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশ।
সোমবার ( ৩ জুন) গণমাধ্যমে পাঠানো ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
নেতৃদ্বয় বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকারের প্রণীত বাজেট হতে হবে দেশের জনগণের স্বার্থরক্ষার বাজেট। আসন্ন বাজেটে অর্থনৈতিক মন্দা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও দারিদ্র্য উত্তোরনে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন। সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষক-শ্রমিকের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।