স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পর রোগীর শরীরে রোগটি আবারও ফিরে আসবে কি না, তা কয়েক বছর আগেই জানা সম্ভব, বলছেন যুক্তরাজ্যের গবেষকেরা। এ জন্য তাঁরা রক্তের নতুন একটি পরীক্ষা পদ্ধতি আবিষ্কারের কথা জানিয়েছেন।
গবেষকেরা বলছেন, ‘অত্যন্ত সংবেদনশীল’ রক্ত পরীক্ষা পদ্ধতি ব্যবহার করে প্রচলিত পরীক্ষার অনেক আগেই এ ব্যাপারে ধারণা পাওয়া সম্ভব।