পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইজারাদার নুরুল হকের করা আবেদন শুনানি শেষে আজ সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি। রিটের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও এস এম শামীম হোসাইন। শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক এলাকা। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এর ফলে আফতাবনগরে পশুর হাট বসানোর সুযোগ নেই।