বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি, বিরোধীরা কেন আশাবাদী

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ১২:৪১

ভারতের দীর্ঘ সাত দফা নির্বাচনের শেষে এক্সিট পোল বা বুথফেরত জনমত সমীক্ষার ফলাফলও সামনে এসেছে। অধিকাংশ সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) ৫৪৩-এর মধ্যে ৩৫০-এর (৬৫ শতাংশ) বেশি আসন পেয়েছে। কিছু কিছু সমীক্ষা-সংস্থা এনডিএকে ৪০০ ওপরে আসন দিয়েছে, যেমনটা ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


তবে এই জরিপের ভিত্তি নেই বলে মনে করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলিই বলেছেন, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ (অস্পষ্ট), একেবারে ফেক (ভুয়ো)।’


কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরদের মধ্যে অন্তত ১৫০ জনকে এখনো পর্যন্ত (শনিবার রাত) ফোন করেছেন। নির্লজ্জভাবে ভয় দেখানো হচ্ছে, এটাই বলছে বিজেপি কতটা মরিয়া।’ শনিবার ইন্ডিয়া জোট দাবি করেছে যে তারা অন্তত ২৯৫ আসন পাবে।


বুথফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি কী


ভারতে অতীতে অনেকবারই দেখা গিয়েছে বুথফেরত সমীক্ষা মেলেনি। ২০০৪ সালে যখন অটলবিহারি বাজপেয়ীর বিজেপি নেতৃত্বাধীন সরকার হেরে যায়, তখন মেলেনি বুথফেরত।


জরিপে বলা হয়েছিল নিশ্চিতভাবেই ফিরবে বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ। এর পরের ১০ বছর, অর্থাৎ ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স)। এরপরে আবার বুথফেরত জনমত জরিপে ভুল হয় ২০১৪ সালে।


সেবারে বলা হয়েছিল এনডিএ জিতবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে। কিন্তু ফল প্রকাশের পরে দেখা যায়, এককভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি পেয়েছে ২৮২ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২। আর এনডিএ জোট পেয়েছে ৩৩৬ আসন। এ ছাড়া রাজ্যের বিধানসভা নির্বাচন ধরলে তো কথাই নেই, অসংখ্যবার মেলেনি বুথফেরত জরিপ।


ফলে বুথফেরতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আবার এই বুথফেরত সমীক্ষার যে বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা-ও নয়। কীভাবে এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তার ব্যাখ্যা দিচ্ছিলেন তত্ত্বগত স্তরে এবং মাঠপর্যায় ভারতের অন্যতম খ্যাতনামা নির্বাচনী ফল বিশ্লেষক অধ্যাপক আফরোজ আলম।


রাষ্ট্রবিজ্ঞানী আফরোজ আলম ২০ বছর ধরে নির্বাচনের ফল বিশ্লেষণ করছেন এবং এবারেও ১০০০-এর বেশি সদস্যের দল নিয়ে তিনি তা করেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে তার বিশ্লেষণেও দেখা যাচ্ছে যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। তবে ব্যবসায়িক সমীক্ষা-সংস্থা বা টেলিভিশন চ্যানেলের মতো অত আসন তিনি এনডিএকে দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us