ত্বকের তারুণ্য ধরে রাখতে এখন অনেকেই রেটিনল ব্যবহার করছেন। কিন্তু কোন বয়সে রেটিনল ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হয় জানেন না অনেকেই।
এসব সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আসমা তাসনীম খান।
রেটিনল কী ও ব্যবহারের বয়স
ডা. আসমা তাসনীম খান বলেন, ভিটামিন-এ এর বিভিন্ন ফর্মের একটা হচ্ছে রেটিনল। ভিটামিন-এ এর বিভিন্ন ফর্মকে এক অর্থে রেটিনয়েডস বলা হয়, এই রেটিনয়েডসের মধ্যে আছে রেটিনল, রেটিনাল, ট্রিটিনোইন। এর মধ্যে রেটিনল সবচেয়ে লো কনসেন্ট্রেশানের, খুবই হালকা। রেটিনালের কাজ একটু বেশি রেটিনয়েলের চেয়ে, আর ট্রিটিনোইন চিকিৎসকরা তাদের কাজে ব্যবহার করেন। ত্বকের বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিউটিফিকেশনের জন্য বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করা হয় বিভিন্নভাবে।